মাগুরা প্রতিনিধি : ‘কংগ্রেসের মুলনীতি, সুস্থধারার রাজনীতি ’ এ স্øোগান নিয়ে সারাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কংগ্রেস। আমাদের দল ২০১৯ সালে নিবন্ধন লাভ করে দেশে সুস্থ ধারার রাজনীতির বিকশিত করছে। দেশের মানুষের কাছে বাংলাদেশ কংগ্রেসের নীতি,আদর্শ বাস্তবায়নের জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছে। আমরা ২০২৪ সালে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করি। নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে বাংলাদেশ কংগ্রেস ৩শ’ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করি। ২০২৪ সালের নির্বাচনে এসে আমরা প্রতারিত হয়েছি। আমাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে বাধাপ্রদানসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে। তবুও আমরা নির্বাচন থেকে সরে যাইনি। আমরা কোনো দলের পক্ষ নিয়ে রাজনীতি করি না।
শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার প্রাঙ্গণে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় এস কথা বলেন কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
সভায় জেলা শাখার আহবায়ক শতদল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারী বাচ্চু চোপদার,সদর উপজেলার সভাপতি খোকন চোপদার, শ্রীপুর শাখার সভাপতি আসাদুজ্জামান, বগিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুকিদ হোসেন ও জেলা ছাত্র কংগ্রেসের আহবায়ক কাজল ইসলাম প্রমুখ। সভা শেষে শতদল বিশ্বাসকে আহবায়ক ও বাচ্চু চোপদারকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ কংগ্রেস মাগুরা শাখার থানা,পৌর,ইউনিয়ন শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।