দাকোপ প্রতিনিধি: দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা নবযাত্রার ইউএসএআইডি প্রকল্পের উদ্যোগে প্রাণী সম্পদ পরিষেবা প্রদানকারী সমিতি, মেডিসিন, ফিড কোম্পানি, কৃষক এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সাথে ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম কুমার হালদার। আলোচনা করেন একমি’র এরিয়া ম্যানেজার আলিম উদ্দিন।
নবযাত্রা প্রকল্প-২ এর ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট মোসা. লেবনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রাণী সম্পদ সংশ্লিষ্ট কর্মরত এএইচএসপি মলয় সানা, নিউটন মিস্ত্রি, সেলিম হোসেন, সনদ রায়, টিকেন রায়সহ ৩১ জন উপস্থিত ছিলেন।