Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, বাড়ি ভাঙচুর লুটপাট

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:০৩:০২ পিএম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম ও ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং উভয় পক্ষের অন্তত ৫০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সামাজিক আধিপত্যের জেরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম ও ইছাপুর গ্রামের ওহিদ বিশ্বাস ও আহম্মদ আলী এবং গোলাম বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে মঙ্গলবার সকাল ৮ টার দিকে দু-গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইমরান (২২), আলম (৩০), বাদশা (৪৫), রিয়াজুল (৪৫), শহীদ (৫০), আল-আমিন (৩২), পিকুল (৩০), সবুর (৩২), জিবলু (২৫), আশরাফুল (৪০), সৈকত আলী (৫০) সহ ২০ জন মারাত্মক আহত হয়। এ সময় আকবর খান, আফজাল খান, নিকবার খান, ইকবাল খান, হানিফ মণ্ডল, নজরুল শেখ, হযরত শেখ, মজিত শেখ, আজিজ শেখ, আকরাম শেখ, পাঞ্জাব মণ্ডল, লতিফ মণ্ডল, তাইজউদ্দিন, জাকির শেখ, আমোদ আলী শেখ, চাঁদ আলী মণ্ডল, সোহেল মোল্যা, সালাম বিশ্বাস, আকবর মণ্ডল, বিপুল মণ্ডল, সব্দাল মণ্ডল, শরিফুল বিশ্বাস, ধলা বুড়ির দোকান, মধু মোল্যা, রমজান আলী, ফজলুর রহমান, রাজিয়া মেম্বার, মিজানুর রহমান, মোকাব্বর মণ্ডল, মন্নু মণ্ডল, হারুন শেখের মাহিন্দ্রা গাড়ি, মিলন মোল্যা, বাহাদুর মোল্যা, আশরাফুল ইসলাম, কাসেদ আলী, জুয়েলসহ উভয় পক্ষের অন্তত ৫০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া প্রতিপক্ষের বাড়ি থেকে গরু, মহিষ ও ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ ও রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)