নিজস্ব প্রতিবেদক: যশোরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালেক্টরেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর সিভিল সার্জন কার্যালয়। জেলায় টিকাদানের টার্গেট ১২ হাজার ৪১৮। উদ্বোধনী দিনে ১০ হাজার ৭৭৬ জন ছাত্রীকে টিকা দেয়া হবে বলে জানান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এর মধ্যে অভয়নগরে টিকাদানের টার্গেট ১ হাজার ১৩৪, টিকা দেয়া হয়েছে ৯১৯। বাঘারপাড়ায় টিকাদানের টার্গেট ৮০০, টিকা দেয়া হয়েছে ৭৯২। চৌগাছায় টিকাদানের টার্গেট ১৪৭, টিকা দেয়া হয়েছে ১৩০। যশোর পৌরসভায় টিকাদানের টার্গেট ১ হাজার ৬৩০, টিকা দেয়া হয়েছে ১ হাজার ৪২৮ । সদর উপজেলায় টিকাদানের টার্গেট ৩ হাজার ২৬, টিকা দেয়া হয়েছে ২ হাজার ৭২৮ । ঝিকরগাছায় টিকাদানের টার্গেট ১ হাজার ১৮, টিকা দেয়া হয়েছে ৯৪২ । মণিরামপুরে টিকাদানের টার্গেট ১ হাজার ৭৩০, টিকা দেয়া হয়েছে ১ হাজার ৫০৩ । কেশবপুরে টিকাদানের টার্গেট ১ হাজার ১০৬, টিকা দেয়া হয়েছে ৮৯৩ ও শার্শায় টিকাদানের টার্গেট ১ হাজার ৮২৭, দেয়া হয়েছে ১ হাজার ৪৬১।
প্রধান অতিথি হিসেবে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। তিনি বলেন, শিক্ষার্থীরা শতভাগ এইচপিভির টিকার আওতায় আসবে। স্পেশাল রোগের জন্য সরকার এই টিকাদানে ব্যবস্থা করেছে। ছাত্রীরা টিকা গ্রহণ করে নিজেদের জীবন সুরক্ষা রাখবে। পৌর এলাকায় কার্যক্রম শতভাগ সফল হবে।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিদার হোসেন, পুলিশ হাসপাতালের ইন্সপেক্টর অহিদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন।