Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় অস্ত্র ও একাধিক পাসপোর্টসহ মহিলা লীগ কর্মী রুপা আটক

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ১০:০৪:২০ পিএম

 

স্পন্দন ডেস্ক: চুয়াডাঙ্গার শ্মশানপাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপা খাতুন নামে এক মহিলা লীগ কর্মীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ইয়ারগান, একাধিক পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি এয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

তিনি আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের। প্রয়োজনীয় প্রমাণাদি আমরা পেয়েছি। টাকাগুলো ফেরত দেয়া হবে।

এ ছাড়া অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোরও তদন্ত চলছে।

প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা করানো, একাধিক বিয়ে করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। এরপরই শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপাকে আটক করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)