Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সম্মাননা পেলেন সাংবাদিক সাইদুর রহমান

এখন সময়: সোমবার, ১৬ জুন , ২০২৫, ১১:৩৬:২১ এম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের ঐক্য থাকা জরুরি। সত্যের পথে, ন্যায়ের পথে, বস্তুনিষ্ঠতার সাথে থাকলে কোনো বাধাই সাংবাদিকদের আটকাতে পারে না। ফ্যাসিস্ট পতন হয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। এই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে নৈতিকতার সাথে সাংবাদিকতা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে স্ব-স্ব জায়গা থেকে সকলকে চেষ্টা করতে হবে।’

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বৃহস্পতিবার রাতে নিবন্ধিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজের দেয়া এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সাংবাদিকদের আর্থ-সামাজিক কল্যাণে সংগঠন প্রতিষ্ঠা, পিআইবি ট্রেনিং এর ব্যবস্থা ও সার্বিকভাবে আওয়ার নিউজ ও কলারোয়া নিউজসহ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র সাবেক সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ। আওয়ার নিউজ বিডির বার্তা সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া নিউজের উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি অহিদুজ্জামান খোকা, মোজাফফার হোসেন পলাশ ও সুমন হোসেন। আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কলারোয়ার কৃতি সন্তান সাংবাদিক সাইদুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দোয়া পরিচালনা করেন কলারোয়া নিউজের সহ-সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)