ক্রীড়া প্রতিবেদক: জেলা ক্রীড়া অফিস যশোর আয়োজিত স্কুল ফুটবল টুর্নামেন্টের আজ (সোমবার) সমাপনী। দুপুর আড়াইটায় টুর্নামেন্টর ফাইনাল খেলায় মুখোমুখি হবে চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়। রোববার সকালের খেলায় জয় পেয়েছে বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়। তারা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চান্দুটিয়া দাখিল মাদ্রাসাকে। এ জয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়। বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের ৫ নম্বর জার্সি পরিহিত হাসিব ১০ মিনিটে, ১২ নম্বর জার্সি পরিহিত সাকিব প্রথমার্ধের ১৮মিনিটে ও দ্বিতীয় অর্ধের ৫ মিনিটে ২ টি এবং ৪ নম্বর জার্সি পরিহিত সুজন দ্বিতীয় অর্ধের ২০ মিনিটে একটি গোল করেন। বিকালে অনুষ্ঠিত সেমিফাইনালের জয়ী হয়ে ফাইনালে ওঠে বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়। তারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাজে দুর্গাপুর দাখিল মাদ্রাসাকে। বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের শাওন ১৩ মিনিটে ও দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে সাগর একটি করে গোল করেন। আজ সোমবার দুপুর আড়াইটায় টুর্নামেন্টর ফাইনাল খেলায় মুখোমুখি হবে চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়। টুনামেন্ট হচ্ছে বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে ভাটপাড়া দাখিল মাদ্রাসা কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।