Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ

প্রাথমিক দলে ডাক পেলেন যশোরের ৭ ক্রিকেটার

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ০৯:২৮:৪২ এম

 

 

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানে আগামী ২৩ নভেম্বর শুরু হবে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ (২০২৪)। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ৭ টি দেশ অংশ নিবে এবারের আসরে। আসন্ন বিশ^কাপে অংশ নেবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। প্রাথমিক বাছাইয়ে দলে ডাক পেয়েছেন যশোরের ৭ ক্রিকেটার। এরা হলেন, আসমত আলী (বি-১),আবু সাইদ (বি-১), মনিরুজ্জামান (বি-১), মোহাম্মদ আলী (বি-১), ইসরাফিল হোসেন (বি-২), মোহাম্মদ আব্দুল্লাহ (বি-৩) এবং মমিন মোল্লা (বি-৩)। আগামী ৯ নভেম্বর থেকে ঢাকার ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্প। ক্যাম্প চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ৪০ ক্রিকেটারের ক্যাম্প থেকে ১৫ জনের চূড়ান্ত দল বাছাই করা হবে বলে জানান বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাশা। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ডাক পাওয়া যশোরের ৭ জনের মধ্যে ৩ জন মূল দলে সুযোগ পাবে বলে আশা করছি। এ কর্মকর্তা বলেন, ১২ নভেম্বর বাংলাদেশ দল ঘোষণা করা হবে। ২০ নভেম্বর বাংলাদেশ দল পাকিস্তান যাবে। বাংলাদেশ দল ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে অংশ নেবে ভারতের বিপক্ষে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)