কপিলমুনি খুলনা) প্রতিনিধি : কপিলমুনির সেই শিক্ষক মিলন কুমার রায়ের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা মিছিল শেষে মানববন্ধন ও ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে।
রোববার বেলা ১১ টায় কপিলমুনির কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এলাকাবাসী।
ইয়াছিন হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আশরাফ হোসেন, শিক্ষক জিয়ারুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান গাজী, বিদ্যালয়ের ছাত্রী ফাইমা খাতুন, ছাত্র তৈয়েবুর গাজী ও তুহিন গোলদার প্রমুখ। প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান বলেন, আমি তার স্থায়ী বরখাস্তের দাবির সাথে একমত।
প্রসঙ্গত. পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শিক্ষক মিলন। এরপর তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর পিতা। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তাৎক্ষণিক ওই শিক্ষকের অপসারণের দাবিতে সোমবার মিছিল করেন।