নিজস্ব প্রতিবেদক: পর্নোগ্রাফি আইনে তালাকপ্রাপ্ত স্বামী এইএইচএম সাইখ মাহমুদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের আরএন রোড এলাকার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সাইখ মাহমুদ যশোর পুলিশ লাইন এলাকার আব্দুর রউফ মোল্যার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২৯ আগস্ট পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পরে দাম্পত্য জীবনে একটি ছেলের জন্ম হয়। বর্তমানে ছেলেটি একটি মাদরাসায় লেখাপড়া করে। সাইখ মাহমুদ দুষ্টু চরিত্রের হওয়ায় এবং গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরা নিয়ে তাদের মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়। তাছাড়া বাদীর কাছে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। ফলে ২০২২ সালের ২৪ মে আসামিকে তালাক দেয়। এরপরে বাদীর কুরুচিপূর্ণ ছবি সংগ্রহ করে এবং কুরুচিপূর্ণ বাক্য লিখে আসামির ফেসবুক আইডিতে পোস্ট করে। পাশাপাশি বাদীর বিভিন্ন আত্মীয় স্বজনের মোবাইলে ছবি ও ভয়েজ দিয়ে বিব্রত করছে সাইখ মাহমুদ। এতে বাদী ও তার পরিবারের মানসম্মানের হানি করাসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে না পেরে তিনি আদালতে এ মামলা করেছেন।