মোংলা প্রতিনিধি:মোংলা বন্দরের অবৈধ দখলকৃত জায়গায় স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে বন্দরের মেরিনড্রাইভ সড়কে শুরু করে এ উচ্ছেদ অভিযান। শুরুতে প্রথম দিনে ৭৭ স্থাপনা উচ্ছেদ করে দুই একর জমি উদ্ধার করা হয়।বন্দরের ১০ একর জমিতে ১ হাজার ১শ’ ৭০ স্থাপনা রয়েছে যা পর্যায়ক্রমে উচ্ছেদের কাজ হাতে নেয়ার কথা জানানো হয়েছে।
জানা গেছে, মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের ১০ একর জায়গায় গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ক্ষমতার প্রভাবে দীর্ঘ কয়েক বছর দখলে রাখেন প্রভাবশালীরা। ৫ আগস্টের পর বন্দর কর্তৃপক্ষ থেকে কয়েক দফা চিঠি দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও জায়গা ছাড়েনি দখলদাররা।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান, উপ পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান, বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারাসহ নৌ বাহিনী ও পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার বলেন, অভিযানের প্রথম দিনে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষের দুই একর জায়গা দখলমুক্ত হলেও ৮ একর জায়গায় রয়েছে আরও এক হাজার ১৭০ অবৈধ স্থাপনা। পর্যায়ক্রমে সেগুলোও উচ্ছেদ করে বন্দরের বেদখল জায়গা উদ্ধার করা হবে।
এর আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন বন্দর এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ। তার পর আবারো প্রভাবশালীরা অবৈধভাবে বন্দরের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে। এর আগে কয়েকদফা নোটিশ দিলেও তা আমলে নেয়নি অবৈধ এসব দখলদাররা।
বন্দরের দখলকৃত বাকী জমিও উদ্ধারে নিয়মিত উচ্ছেদ অভিযান চালাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।