বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার পিএইচএল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার হাবুল্যাহ পিএইচএল বিদ্যালয় মাঠে ১৬ দলীয় এ খেলায় আগড়া আনসার ভিডিপি ক্লাব বনাম রাধানগর স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিদ্বতা করে। দুপুর গড়াতে মাঠের দুই পাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় ১-১ গোলে দু দল ড্র করে। পরে টাইব্রেকারের মাধ্যমে এ খেলায় ৩-১ গোলে রাধানগর স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোল কিপার শাকিল হাসান। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র টিএস আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, দরহাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্যা, দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন এম টগর খন্দকার।