নিজস্ব প্রতিবেদক : যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় যানবাহন চলাচলে বাঁধা দেয়াসহ নাশকতা তৈরি ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় চেষ্টার দায়েরকরা মামলায় সন্দেহভাজন আসামি মতিয়ার রহমানকে (৬০) আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১৮ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করে মানুষজন ও যানবাহনের ওপর হামলা চালায়। এই ঘটনায় কোতয়ালি থানায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি মতিয়ার রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কাশিমপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।