Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এই জাতি দেশকে ভালোবাসে বলেই গণহত্যা করতে দেয়নি : জামায়াত আমির

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৪১:১৩ পিএম

 

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা: জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ওরা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন হলে মাত্র দুই দিনে প্রতিপক্ষ লোকেরা ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটাবে। সেটা কি বাংলাদেশে হয়েছে? হয়নি। ওরা কাণ্ডজ্ঞানহীন ছিল, তবে এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালবাসে না বলে পালিয়ে যায়। এই জাতি দেশকে ভালবাসে বলেই গণহত্যা করতে দেয়নি।

শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৫ বছর পর জামায়াতে ইসলামীর রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার সুশৃঙ্খল কর্মী সমাবেশ বিশাল জনসমুন্দ্রে পরিণত হয়। কর্মী সমাবেশ উপলক্ষ্যে জনসভা মাঠ দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে সমাবেশের মাঠে প্রবেশ করতে থাকে। শহরের প্রতিটি রাস্তা মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় বার্ষিক কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মহাদ্দিস রবিউল বাসার প্রমুখ ।

ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের ইঙ্গিত করে বলেন, বাংলাদেশকে প্রাণ দিয়ে আমরা ভালবাসতে চাই। এজন্য আমাদের কোন দাদা, মামা, খালু, ফুপির বাড়ি নেই। এটি আমাদের দুনিয়া ও আখেরাতের ঠিকানা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। আল্লাহকে আমরা কৃতজ্ঞতা জানাই তিনি বাংলাদেশের মতো একটি সুন্দর দেশে আমাদের পাঠিয়েছেন। আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই । সেই বাংলাদেশে মানুষে মানুষে থাকবে না কোন ভেদাভেদ । সকল ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে । সমাজের প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই ।

প্রধান অতিথি জামায়াতে আমির আরও তিনি বলেন, বাংলাদেশের আকাশে এখন কালো শকুন ঘোরাফেরা করছে। এই শকুনের দিকে আমাদের তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে কোনো ভাবে মাটিতে নামতে দেয়া যাবে না। কয়েক হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার দাঁত বসাতে না পারে। আপনারা মাঝে মাঝে ফুসফাঁস টের পাচ্ছেন? আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি, আর ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মা-বোনেরা নিঃসংকোচে কর্মস্থলে সুরক্ষা পাবে, রাস্তাঘাটের সুরক্ষা পাবে, সর্বোপরি সর্বক্ষেত্রে সুরক্ষা পাবে। আমরা যে দেশ চাই, সে দেশে মসজিদ, মন্দির কোনো কিছুই পাহারা দেয়া লাগবেনা। সকল ধর্মাবলম্বীরা তাদের মত করে শান্তিতে তাদের ধর্ম পালন করবে।

এর আগে সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)