কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় ইমা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার বাদুরগাছা সড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত ইমা বাদুরগাছা গ্রামের ইমরান হোসেনের কন্যা।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শিশু ইমাদের বাড়ির পাশে রাস্তার ধারে এক ফেরিওয়ালা বাদাম ভাজা বিক্রি করছিল। ইমা ওই ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইঞ্জিন চালিত চলন্ত একটি নসিমন গাড়ির সাথে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফির্সাস ইনচার্জ শফিকুল ইসলাম সড়কে দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।