ঝিনাইদহ প্রতিনিধি: শহিদ হায়দার আলী হাদু’র ১৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌর এলাকার মুরারিদহ প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। হায়দার আলী হাদু ২০০৬ সালের ১ ডিসেম্বর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নিহত হন। তখনকার সময় তিনি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
অনুষ্ঠানে জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদল সভাপতি আহসান হাবীব রননের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড.শামসুজ্জামান লাকী প্রমুখ।
ঝিনাইদহ পৌর এলাকার মুরারিদহ প্রাইমারি স্কুল মাঠে শহিদ হায়দার আলী হাদু’র স্মৃতিচারণ করা হয়। এছাড়াও দলীয় নেতাকর্মী যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়। আলোচনাসভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।