ঝিনাইদহ প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নির্দোষ সব আসামি খালাস পাওয়ায় এবং সদর উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের নতুন আহবায়ক কমিটি দেওয়ায়
ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর কৃষক দল আনন্দ মিছিল করেছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের পায়রা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব ইবাদত হোসেন, যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন জন, পৌর কৃষক দলের যুগ্ম-আহবায়ক শুকুর আলী মোংলাসহ শতাধিক নেতাকর্মী।