শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় তিন হাজার শিশুর মাঝে কম্বল বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ৬ ডিসেম্বর দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারল সুশ্রীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সাথী সিংহ, শরণখোলা উপজেলা জাইকার প্রজেক্ট কর্মকর্তা রিয়াজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লিপু ডিও, স্পন্সারশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার চার্চিল দাস।