নিজস্ব প্রতিবেদক : যশোর ফাউন্ডেশন ঢাকার আয়োজনে ঢাকাস্থ যশোরবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মিজানুর রহমান। এই মিলনমেলা থেকে যশোরকে বিভাগ, যশোর পৌরসভাকে সিটি করপোরেশন, সদর উপজেলার ঝুমঝুমপুরকে দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম শিল্পনগরী, শিল্প নগরী নওয়াপাড়াকে অর্থনৈতিক জোন, ফুল গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন দাবি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল আমীন রোকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজি বরকত উল্লাহ, যশোর এম এম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. গাজী এনামুল হক, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক মুক্তার আলী, যশোর ফাউন্ডেশনের সদস্য সচিব ড. আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যাংকার আমিনুর রহমান, ব্যবসায়ী আমিনুর রহমান, জিয়াউদ্দীন বাবলু। আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওঃ রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, আশির দশকের বিশিষ্ট কবি নাসির হেলাল, সাবেক ছাত্র নেতা হাসাইনুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক হারুন জামিল প্রমুখ।