প্রেসবিজ্ঞপ্তি : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর সদর কমিটির উদ্যোগে রোববার বিকেলে যশোর রাজারহাট বাজারের চামড়া হাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে সভাপতিত্ব করেন সদর কমিটির সভাপতি শারিয়ার আমির। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, জেলা সহসভাপতি সমীরণ বিশ্বাস, প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেস, সদর থানা কমিটির সহসাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, জেলার অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, জাতীয় ছাত্রদল জেলা আহবায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও সদর থানার সদস্য নারায়ন রায় প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সদর কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর।