Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় দুই শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৬:৪২:৫৮ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর দুপুরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে এ দিবস পালিত হয়। এ বছর শরণখোলায় দুইজন শ্রেষ্ঠ জয়ীতাকে ক্রেষ্ট ও সনদপত্র দেয়া হয়েছে। সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়ীতা হয়েছেন সাবেক ইউপি সদস্য মিসেস সাগর আক্তার ও অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জনের জন্য সীমা রানী কুলুকে শ্রেষ্ঠ জয়ীতা ঘোষণা করে তাদেরকে ক্রেষ্ট ও সনদপত্র দেয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু বিশ্বাস, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক,  আইসিটি কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবির ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। আলোচনা সভার আগে বেগম  রোকেয়া দিবস উপলক্ষ্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)