Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের তামিম স্বীকৃতি ক্রিকেটে  অভিষেকেই করলেন ঝড়ো ফিফটি

এখন সময়: রবিবার, ২৬ জানুয়ারি , ২০২৫, ০৬:০৪:২২ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: কৌতূহলের কেন্দ্রে ছিলেন তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই নজর ছিল অনেকের। কিন্তু পাশের মাঠেই দুর্দান্ত পারফরম্যান্সে আলোটুকু কেড়ে নিলেন আরেক তামিম। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যর্থ অভিজ্ঞ তামিম। তবে মাত্রই যুব এশিয়া কাপ মাতিয়ে আসা যশোরের কৃতি সন্তান আজিজুল হাকিম তামিম স্বীকৃতি ক্রিকেটে অভিষেকেই উপহার দিলেন ঝড়ো ফিফটি। একজনের নাম তামিম, আরেকজনের সোহান। না তামিম ইকবাল কিংবা নুরুল হাসান সোহানের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, আজিজুল হক তামিম আর হাবিবুর রহমান সোহানের কথা। এই দুই তরুণই আলো কেড়েছেন খুলনা আর রাজশাহীর ম্যাচে। যে ম্যাচে আবার খেলেছেন নুরুল হাসান সোহানও। যুব দলকে এশিয়া কাপ জিতিয়ে দেশে ফিরে ৪৮ ঘণ্টার মধ্যেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে মাঠে নেমেছিলেন আজিজুল হাকিম তামিম। শুধু মাঠে নামাই নয়, জুনিয়র টাইগার ক্যাপ্টেন খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে অনবদ্য ফিফটিও উপহার দিয়েছেন। আজিজুল হাকিম তামিমের ৩১ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫৩ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় খুলনা। কিন্তু সেটা যথেষ্ট হলো না। রাজশাহীর তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহানের উত্তাল উইলোবাজির মুখে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী। ৩৮ বলে ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৬৬ রানের মারকুটে ইনিংস খেলে রাজশাহীকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান। সংক্ষিপ্ত স্কোর ঃ খুলনা: ২০ ওভারে ১৭২/৭ (এনামুল হক বিজয় ০, অমিত মজুমদার ২৭, আজিজুল হাকিম তামিম ৫৩, নুরুল হাসান সোহান ৩৭, মৃত্যুঞ্জয় চৌধুরী ৩৫ নট আউট, অতিরিক্ত ১৩, ফরহাদ রেজা ৩/১৮, মোহর শেখ ২/২৫, মেহরাব হোসেন ১/২৬, নিহাদউজ্জামান ১/১৪)। রাজশাহী: ১৭.২ ওভারে ১৫৩/৩ (হাবিবুর রহমান সোহান ৬৬, সাব্বির হোসেন ২৮, প্রীতম কুমার ৩০ অপরাজিত, মেহরুব হাসান ২৬,। ফল: রাজশাহী ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)