Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৫:৩৪:৫৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজার অভিমুখ হতে মমিনতলা মোড় পর্যন্ত ১৯৫০ মিটার রাস্তা ৮০ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এন এন্টারপ্রাইজ এ নিম্নমানের কাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন মুখে কুলুপ এঁটে আছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, ভৈরবা বাজার অভিমুখ হতে মমিনতলা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে বেশির ভাগ ইট ২ নম্বর ও ৩ নম্বর ইট রয়েছে। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যে ব্যবহার করছেন রাস্তা নির্মাণে। তবে স্থানীয়রা একাধিক বার বাধা দিলেও তাদের কোন কথা শোনেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাংবাদিকরাও ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবগত করলে নিম্নমানের ইট সরিয়ে নেয়া হবে বলে জানান। কিন্তু কয়েক দিন পর গিয়ে দেখা যায় সেই নিম্নমানের ইট খোয়া করে রাস্তায় দিয়েছে এবং রুলার করে রেখেছে।

ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, একেবারেই নিম্নমানের ইটের খোয়া দেয়া হয়েছে। যার উপর দিয়ে রুলারের চাকা বা মোটরসাইকেলের চাকা উঠলে সেই খোয়া গুড়ো হয়ে যাচ্ছে।

স্থানীয় আব্দুল খালেক, লিয়াকতসহ একাধিক ব্যক্তি জানান, আমরা একাধিকবার বাধা দিয়েছি নিম্নমানে ইট রাস্তায় না দিতে। কিন্তু তারা আমাদের কোন কথা শোনেননি। তারা আরও বলেন এ পথে  ট্রাক বা অন্য যানবাহন যাতায়াত করলে অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটির অস্তিত্ব থাকবে না।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান এম এন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শিমুলের কাছে জানতে চাইলে তিনি নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে বলেন, নতুন ইট না পাওয়া যাওয়ার কারণে কিছু নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, রাস্তায় যদি নিম্নমানে ইট বা ইটের খোয়া ব্যবহার করে থাকে তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)