Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় বাল্য বিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৬:৪৫:৫৫ এম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাফালবাড়ী স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মায়েদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে ও তথ্য কেন্দ্রের কর্মকর্তা তাজিমা জাহানে সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আ. মালেক রেজা, উপজেলা আইসিটি কর্মকর্তা মাসুদ রানা, তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন কুমার সাহা।

অনুষ্ঠানে বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে ছাত্রীদের মায়েদের সচেতন হওয়ার জন্য আহবান জানান। এছাড়া বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)