আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী নিত্য ঘোষকে মাথায় আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করা হয়েছে।
জানাগেছে, বুধহাটা গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী নিত্য ঘোষ সোমবার হাটের বেচাকেনা শেষে রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বুধহাটা কাছারী বাড়ির সামনে ফাঁকা স্থানে পৌঁছুলে দুস্কৃতকারীরা প্রথমে পিছন দিক থেকে ভারি কিছু দিয়ে পর পর দুই বার মাথায় আঘাত করলে তিনি পড়ে যান। এসময় দুস্কৃতকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মনে ভীতির সৃষ্টি হয়েছে।