Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:২১:৪৩ এম

ম.ম.রবি ডাকুয়া, মোংলা : রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি মেলিনা। শুক্রবার থেকে জাহাজটি বন্দরের ৯নম্বর জেটিতে অবস্থান করছে। জাহাজটিতে পাওয়ার প্লান্টের জেনারেল মেশিনারি রয়েছে। এসব মালামাল খালাস শেষে সড়ক পথে পাবনার রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান।
তিনি বলেন, শুরু থেকেই রূপপুর পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়ে থাকে। এবারও বিপুল পরিমাণ জেনারেল মেশিনারি এসেছে। খালাস শেষে পণ্যগুলো সড়ক পথে রূপপুরে পাঠানো হবে।
মাকরুজ্জামান আরও জানান, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশী বাণিজ্যক জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়ন্টে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে কয়লা, জিপশাম, ড্যাপ, টিএসপি, এমওপি স্যার, ক্লিংকার, এলপিজি, বিভিন্ন পন্যের কন্টইেনার ও পাথর রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ র্অথবছররে প্রথম ৬ মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিউজ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এর মাধ্যমে ২১০ কোটি টাকা রাজস্ব আয় হয় বন্দরের। যা ২০২২-২০২৩ র্অথবছররে তুলনায় বেশি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)