প্রেস বিজ্ঞপ্তি : সংসদ বৈরাগ্যের বহুল প্রচার করবে, নাকি করবে না? পক্ষ আর বিপক্ষ দলের মধ্যে সমানে সমান যুক্তি-তর্ক চলল। শেষ পর্যন্ত সংসদ বৈরাগ্যের বহুল প্রচার করবে না বিতর্ক করে জয় পেল খুলনার এলিট ডিবেটিং ক্লাব। এই দলটিই যশোর ডিবেটিং সোসাইটি (জেডিএস) ১ম বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এদিন খুলনা বিভাগের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১৮টি দল যুক্তি-তর্কের লড়াইয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে নির্বাচিত খুলনার এলিট ডিবেটিং ক্লাব ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব। সংসদ বৈরাগ্যের বহুল প্রচার করবে, নাকি করবে না? পক্ষ আর বিপক্ষে যুক্তি-তর্ক করে জয় পেয়েছে খুলনার দলটি। বিচারক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মেহরাব সাদাত ও কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির আনন্দ সাহা। সংসদীয় বির্তক ছাড়াও সমাপনী দিনে বায়োয়ারি বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উভয় পর্বে যশোর পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী রুফফা প্রথম ও খুলনা সরকারি কর্নেশন বালিকা বিদ্যালয়ের রুপন্তী ঢালি দ্বিতীয় স্থান অর্জন করেছে। বারোয়ারি বিতর্কে তৃতীয় স্থান অর্জন করেছে যশোর এমএসটিপি বালিকা বিদ্যালয়ের দ্বিপান্নিতা রায়। এছাড়া, উপস্থিত বক্তৃতায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আখলাস তামীম তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার দুপুরে সমাপনী পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, মোফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বসির
উদ্দিন আহম্মেদ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দীন ও যশোর ডিবেটিং সোসাইটির সভাপতি জামাল উদ্দিন। আদিবা মেহনাজ তানিশার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যশোর ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান সুমন হোসেন জিনো। এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক নাজমুস সাকিব আকাশ, প্রতিযোগিতার কো-অর্ডিনেটর রুদ্র রায়, শুভজিৎ সরকার, প্রাপ্তি, শাহরিয়ার শুভ, আদন, তামীম, প্রান্ত, সাদিয়া, প্রীতিলতাসহ অনেকে উপস্থিত ছিলেন।