নিজস্ব প্রতিবেদক : যশোরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, শ্রমিকদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বিদেশগামী শ্রমিকরা দেশের বাইরে নির্যাতিত হচ্ছে। আর আমরা দেশে শুধু সভা করি। তাতে কোন কাজ হবে না। বিদেশ গামী শ্রমিকদের যত সুপারিশ আসবে, তার মধ্যে একটি সুপারিশ বাস্তবায়ন হলে সেমিনার সফল হবে। সেটা করতে না পারলে সেমিনার সফল হবে না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ। এ সময় জেলা তথ্য অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।