নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে সোমবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবস ও নারীদের উপর বিএনপির কর্মীদের হামলার প্রতিবাদে উপলক্ষে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর মহিলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আলহাজ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির ফারুক আহাম্মেদ, উপজেলা সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ, মাওলানা আব্দুল বারী, জামায়াত ইসলামীর পৌর আমির লুৎফর রহমান, জামায়াত ইসলামীর নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকির আহাম্মেদ মাস্টার প্রমুখ।