Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কবি নজরুল স্মরণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

এখন সময়: শনিবার, ১৪ জুন , ২০২৫, ০৮:২৩:০৫ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমগ্র মানব জাতির কবি। সাম্যের কবি, প্রেমের কবি। তার কবিতায় কুলি, মজুরি থেকে শুরু করে সকল মানুষের জন্য সকল সময়ের প্রাসঙ্গিক কবিতা ফুটে উঠেছে। তার সাহিত্যচর্চা আরো গবেষণা ও অনুবাদ করা প্রয়োজন। তবেই আগামী প্রজন্ম তার সাহিত্য থেকে অনেক কিছু জানতে পারবেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।
শুক্রবার (২৩ মে) বিকেল ৪ টায় যশোর ইন্সটিটিউটের বি.সরকার ঘূর্ণায়মান মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. রুবেল আনছার।
অনুষ্ঠানে আলোচক ছিলেন গবেষক নাঈম নাজমুল, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি গোলাম মোস্তফা মুন্না এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু।
অনুষ্ঠানে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।
কবি ভদ্রাবতী বিশ্বাস ও কবি সঞ্জয় নন্দীর উপস্থাপনায় কবিতা পাঠ করেন এডিএম রতন, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদুল যাদু, অরুন মজুমদার, অরুণ বর্মন, ফাতিমা পারভীন।
ক বিভাগে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান আলিশা তাবাসসুম, দ্বিতীয় স্থান সাফওয়ান উজ জামান মন ও তৃতীয় স্থান অধিকার করেছে মালিহা তাসনিম।
খ বিভাগে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান জুবাইয়া রাসেল জয়া, দ্বিতীয় স্থান রুকাইয়া তাসনিম এবং তৃতীয় স্থান অধিকার করেছে খান নাজিফা কবির। অনুষ্ঠানে প্রতি বিভাগে প্রথম ১০ জনকে সনদপত্র প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)