Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অনলাইন প্রতারকসহ আটক ৩

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১২:২৮:৫১ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর মধ্যে অনলাইন প্রতারণার অভিযোগে একজন এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো, যাদবপুর গ্রামের জাকির মোল্যার ছেলে আকাশ মোল্যা, আসাদ শেখের ছেলে আলী শেখ এবং জাহিদ ভূঁইয়ার ছেলে হায়দার ভূঁইয়া।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, ডিজিটাল ভয়েজ চেঞ্জার ও মোটরসাইকেল, ১১ মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২১ সিম, গাঁজা, ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন থানায় প্রতিদিন অসংখ্য ভূক্তভোগী অনলাইনে প্রতারিত হয়ে মামলা করছেন। এছাড়া মাদকে আসক্ত হয়ে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)