Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্বশুরবাড়িতে নববধূকে রেখে বাড়ি ফেরার পথে প্রবাসী স্বামী নিহত

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১০:২৪:৩৮ এম

ফরহাদ খান, নড়াইল: শ্বশুরবাড়িতে নববধূকে রেখে বাড়িতে ফেরার পথে বালুবাহী ট্রলি চাপায় স্বামী আজিজুর রহমান (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে নড়াইলের নড়াগাতী থানার জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌদিআরব প্রবাসী আজিজুর পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি মোটরসাইকেলে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসছিলেন। গত ১৩ মে শুক্রবার নড়াগাতীর কামশিয়া এলাকায় বিয়ে করেন । মেহেদির রঙ মলিন হওয়ার আগেই আজিজুরের জীবন প্রদীপ নিভে গেল। প্রায় দুই মাস আগে সৌদি থেকে বাড়িতে আসেন তিনি। আজিজুরের মৃত্যুতে তার স্ত্রীসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ দুর্ঘটনার চারদিন আগে গত ১২ জুন দুপুরে নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলিচাপায় ইজিবাইক যাত্রী বৃদ্ধ দম্পতি জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০) নিহত হন। তারা নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার বাসিন্দা। বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)