দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার শাঁখরা বিজিবি মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, দেবহাটার শাঁখরা বিওপি ক্যাম্পের কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল সোমবার দুপুরে হাড়দ্দহ এলাকার অভিযান চালিয়ে পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসিরাপ সহ একটি মোটরসাইকেল জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।