Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে সম্পত্তি উদ্ধারে গৃহবধূর সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০২:০৯:০২ পিএম

 

দাকোপ প্রতিনিধি: দাকোপে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ মনোয়ারা বেগম।

মঙ্গলবার বিকেলে দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার কাটাবুনিয়া গ্রামের গোলজার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম উল্লেখ করেন, কাটাবুনিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র ওশিউর রহমান কিশোর এবং তার বাহিনীর সদস্যরা মিলে পানখালী মৌজায় থাকা আমার এবং ভাই বোনদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে ভোগ দখল করছে। সে আমাদের ওয়ারেশী স্বত্ব হতে বঞ্চিত রেখেছে। একই এলাকার মনিরুল ইসলামের আনুমানিক ২৭ শতক জমি কিশোররা অনুরূপভাবে জবরদখল করে খাচ্ছে।  আমি এবং আমার ভাই বোনেরা এলাকার গণ্যমান্যদের সহায়তা নিয়ে ওশিউর রহমান কিশোরকে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করলে সে আমাদের কথায় কর্ণপাত না করে উপরোন্ত বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে জোর জুলুমভাবে ভোগ দখলে আছে। সংবাদ সম্মেলনে ওশিউর রহমান কিশোরের নামে বিভিন্ন রকম অভিযোগ আনা হয়। এ বিষয়ে অভিযুক্ত ওশিউর রহমান কিশোর জানায়, ‘আমি কোন সন্ত্রাসী বা জবরদখলকারী না। মনোয়ারা বেগমের পিতার কাছ থেকে সাড়ে ৩ বিঘা এবং অপরজনের কাছ থেকে দেড় বিঘা জমি কবলা মূলে খরিদ করে বৈধভাবে ভোগ দখলে আছি’। সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় তার সাথে ভাই মনির শেখ, বোন জাহানারা বেগম, আনোয়ারা বেগম, খায়রুন আকতার ও মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)