নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গার খোশালপুর সীমান্ত দিয়ে আরো নারী-পুরুষ ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার রাত ৯ টার দিকে গণমাধ্যমকে বিষয়টি জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজিবি সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গার খোসালপুর সীমান্ত পিলার ৬০/৮৫ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে ৬ জন নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করে। তাদের মধ্যে ৪জন জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে ভারতে যাওয়ার পথে বিএসএফ’র সদস্যরা তাদেরকে আটক করে।
পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় সোমবার সন্ধ্যায় বিএসএফের ক্যাম্প দিয়ে তাদের বাংলাদেশে খোসালপুর সীমান্তে নিয়ে আসা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।