চৌগাছা প্রতিনিধি: ঘুষ নেওয়ার অভিযোগে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে কেøাজড করা হয়। পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন।
জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর তারিখে উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চান। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে নেয়। ছেলে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে দুইদিন থানায় আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পলাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে মিমাংশা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। এক পর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেন এসআই আশরাফ হোসেন।
এদিকে গত ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে মোটা অংকের ঘুষ গ্রহন করে বিক্রেতা ক ছেড়ে দিয়ে ক্রেতা দুইজনকে আটক দেখানো হয়।
এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।
এ ব্যাপারে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, আমার কিছু বলার নেই। কারন পত্রিকায় লিখলে আমার কোনো লাভও নেই। আর ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।