নিজস্ব প্রতিবেদক: যশোরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) পরীক্ষা- নিরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই নিয়ে জেলায় মোট দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত পুরুষ রোগীর বয়স ৬৮ বছর। তার বাড়ি যশোরের বাঘারপাড়ায়। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, কিডনিসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষা শেষে করোনা শনাক্ত হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, আগামী সপ্তাহ থেকে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। কিটের চাহিদপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। করোনাভাইরাসের ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।