নিজম্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বোর্ড কর্তৃপক্ষ। অফিসের সভা কক্ষে ইবেন সিনা ট্রাস্টের সাথে বোর্ডের চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে লিখিত চুক্তি সাক্ষর করেন।
চুক্তি সাক্ষর শেষে ইবনে সিনা কর্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষের কাছে ফরম তুলে প্রদান করেন। ফরম পুরণের পর বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের হেলথ কার্ড দেয়া হবে। সেই কার্ডে তারা ইবনে সিনা হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।
সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মোসাম্মাৎ আসমা বেগম বলেন, মধ্যবিত্তদের জন্য ইবনে সিনা হাসপাতাল যে চিকিৎসা সেবা দিচ্ছে, সেটা প্রশংসনীয়। বোর্ডে কর্মকর্তা-কর্মচারীরাও সঠিক সেবা পাবেন। এই প্রত্যাশা করি।
ইবনে সিনার ঢাকার সিনিয়র এজিম (হেড অব মার্কেটিং) আশরাফুল ইসলাম বলেন, বোর্ডের কর্মকর্তাদের জন্য এমার্জেন্সী সেবার জন্য অ্যাম্বুলেন্স সুবিধা দেয়া হবে। বিভিন্ন সেবায় ডিসকাউন্ট করা হবে। তাদের সঠিক সেবা নিশ্চিত করা হবে।
বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর মাহাবুবুল ইসলাম, প্রধান মূল্যায়ন অফিসার সাইফুল ইসলাম. উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, শ্রমিকদল বোর্ড অফিস শাখার সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন, বোর্ড সচিবের পিএ হুমায়ুন কবীর উজ্জল, সিবিএ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।