ক্রীড়া প্রতিবেদক: যশোরে কাল শনিবার “নতুন প্রতিভার অন্বেষণে” অনূর্ধ্ব-১৪ টেবিল টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩ টায় যশোর জিমনেসিয়ামে হবে এ কার্যক্রম। টেবিল টেনিস এক্সপানশন ইনিশিয়েটিভের উদ্যোগে দেশব্যাপী টেবিল টেনিস প্রসারে “নতুন প্রতিভার অন্বেষণে” অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়দের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। সার্বিক সহযোগিতায় থাকবে যশোর জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। সন্মানিত অতিথি থাকবেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি তাহমিনা তারমিন বিনু। বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। যশোর জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীরের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।