Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্ত্রী শিলা হত্যায় স্বামী অভিযুক্ত

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:৪২:৩৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের চান্দুটিয়া গ্রামের গৃহবধূ শিলা মল্লিক হত্যা মামলায় স্বামী আরাধন কুমার বিশ্বাসকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ঝন্টু কুমার বাসক। অভিযুক্ত আরাধন কুমার বিশ্বাস চান্দুটিয়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, প্রায় ১৯ বছর আগে আরাধন বিশ্বাস পারিবারিক ভাবে শিলা মল্লিককে বিয়ে করে। ২০২৪ সালের প্রথম দিকে আরাধন বিশ্বাস পরকিয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি তার স্ত্রী শিলা মল্লিক জানতে পেরে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আরাধন বিশ্বাস তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ওই বছরের ২ অক্টোবর রাতে আরাধন বিশ্বাস তার স্ত্রী শিলা মল্লিককে মারপিট করলে গুরুতর আহত হয়। পরদিন আহত শিলা মল্লিককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়। ময়না তদন্ত রিপোর্টে শিলা মল্লিককে হত্যা করা হয়েছে মর্মে রিপোর্ট দেয়। এ ঘটনায় নিহতের পিতা মাগুরা সদরের কেচুয়াডুবি গ্রামের ইন্দ্রজিত রায় বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় আসামি আরাধনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আরাধন বিশ্বাসকে আটক দেখানো হয়েছে।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)