Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে অনুজীব বিজ্ঞান বিভাগের ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০১:৪৩:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: অনুজীববিজ্ঞানের অগ্রগতি নানা দিক ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর প্রয়োগের মাধ্যমে অনুজীববিজ্ঞানে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান বিভাগ (এমবি) বিভাগের আয়োজনে নেক্সজেন মাইক্রোবায়োলজি: জেনোমিস অ্যান্ড রিসার্চ ইন দ্যা এজ অফ এআই শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “নেক্সজেন মাইক্রোবায়োলজি: জেনোমিস অ্যান্ড রিসার্চ ইন দ্যা এজ অফ এআই’’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এমবি বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ডায়াগনিস্টিক সেক্টর এবং ঔষুধ বিশ্বে অনুজীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই সবকিছুর মূলে অনুজীববিজ্ঞান রয়েছে। একই ছাতার নিচে থেকে পড়াশোনার পাশাপাশি ভিন্ন চিন্তাধারা অর্জন করে জ্ঞানের পরিধি আরও বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যবিপ্রবি জিনোম সেন্টারে অনেক আধুনিক গবেষণাধর্মী যন্ত্রপাতি রয়েছে। যা আমাদের গবেষণার মাত্রা বৃদ্ধি করতে পারবে। এটা তোমাদের জন্য অনেক বড় একটি সুযোগ তাই আমি আশা করি তোমরা জ্ঞান ও বিজ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে আধুনিক গবেষণায় আরও এগিয়ে যাবে।

যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদেরকে অনুজীববিজ্ঞানের ভবিষ্যত কর্ণধার হতে হবে এবং তোমাদের জ্ঞান ও গবেষণার দ্বারা এই জাতিকে সেবা দিতে হবে। 

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ মানজুরুল করিম এবং অন্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মোরশেদ হাসান সরকার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বিসিএসআইআর।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় প্রেজেন্টেশন। এমবি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রেজেন্টেশন শেষে বিকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

 

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, এমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো: আমজাদ হোসেন, ড. ইঞ্জি. জিন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মো: নাজমুল হাসান ও এমবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা পরিচালনা করেন এমবি বিভাগের শিক্ষার্থী নুসাইবা শিউলি, হাবিবা আক্তার ও অভিষেক রায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)