নিজস্ব প্রতিবেদক : কবিতায় কবিতাময় যশোরের সুরবিতান সংগীত একাডেমী প্রাঙ্গণ। শুক্রবার সন্ধ্যায় ওপার বাংলার আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্ন কথা’ র কর্ণধার শিল্পী স্নাতার সাত শিক্ষার্থী শিল্পীর মোহনীয় কন্ঠে আবৃত্তি অনুষ্ঠান মুগ্ধতা ছড়িয়েছে প্রাণে প্রাণে।
একাডেমির রানা স্মৃতি মঞ্চে এই অনুষ্ঠান ঘিরে ছিল আবৃত্তি শিল্পী সাংস্কৃতিক কর্মীদের পদচারনায় মুখরিত।
অনলাইনে তালিম নেওয়া শিল্পী স্নাতার শিক্ষার্থী
রত্না দে, অনুপমা সরকার, শাহরিন নিশি, উর্মি বোস, অনসূয়া দাস, মৌরানী বসু ও মনিষা গাঙ্গুলী পরিবেশন করেছে আবৃত্তি।
দুই বাংলার বরেণ্য কবিদের কবিতাকে থেকে অংশ বিশেষ নিয়ে শিল্পী স্নাতার তিন টা ‘স্ক্রিপ্ট’ ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়।
ষড়ঋতু ও প্রেম নিয়ে বিশেষ এই পরিবেশনা ভালোলাগার মাত্রাও ছাড়িয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা আর এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন সংগঠন সুরবিতান সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড বাসুদেব বিশ্বাস।