নিজস্ব প্রতিবেদক: এডিট করা নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি এবং ১০ লাখ টাকা দাবির অভিযোগে মালয়েশিয়া প্রবাসী নবির হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। আসামি নবির হোসেন কুমিল্লা তিতাসের তুলাকান্দি গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের ঝাপা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের সহকর্মী প্রবাসী নবির হোসেন। মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী নারীর সাথে তার পরিচয় হয়। মাঝে মধ্যে নবির হোসেন ওই নারীকে ফোন করে কথা বলত। দুই বছর আগে নবির দেশে ফিরলে চট্টগ্রামে একটি পিকনিকে দেখা হয়েছিল ওই নারীর সাথে। চলতি বছরের ঈদুল আজহার আগে নবির হোসেন দেশে ফিরে ওই নারীকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় নবির তার কাছে ১০ লাখ টাকা দাবি করে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। চলতি মাসে নবির হোসেন ভুক্তভোগী নারীর ছবি এডিট করে আত্মীয় স্বজনসহ বিভিন্ন ইমো আইডিতে পাঠায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা করেছেন।