নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে ৩ হাজার ১৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনসীল আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এলাকার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ ফলনসীল আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।