চৌগাছা প্রতিনিধি: চৌগাছায় ফাতেমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় এঘটনা ঘটে।
ফাতেমা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকার সোহাগ হোসেনের স্ত্রী। সোহাগ হালদার পাড়ায় মহেশপুর উপজেলার জিতেরপুর গ্রামের আব্দুস সালামের বাসায় স্ত্রী ফাতিমাকে নিয়ে ভাড়া থাকতেন। ফাতেমার বাবার বাড়ি মাগুরা জেলায়।
স্থানীয়রা ও পাশের বিল্ডিংয়ে কর্মরত শ্রমিকরা জানান, সকালে সোহাগ অজ্ঞান অবস্থায় তার স্ত্রীকে একটি ভ্যানে উঠানোর চেষ্টা করছিল। ভ্যানে উঠানোর সময় শ্রমিকরা দেখতে পায় ফাতিমার জিহ্বা বের হয়ে গেছে। এসময় তারা সোহাগের কাছে জানতে চাইলে সোহাগ জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক ফাতিমাকে মৃত ঘোষণা করেন। এখবর শুনে সোহাগ স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নেয়।
স্থানীয় একাধিক সূত্র জানান, সোহাগ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা ধারনা করছে মেয়েটা হত্যার শিকার হয়েছে।
এঘটনায় তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী সোহাগ পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।