Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলের মাদক ব্যবসায়ী বাবু ও জাহিদের যাবজ্জীবন কারাদণ্ড

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১২:০৮:৩০ এম

 

নিজস্ব প্রতিবেদক: হেরোইনের মামলায় বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। আসামিরা হলো, বেনাপোলের গাজীপুর পশ্চিম পাড়ার মৃত আব্দুস সাত্তারে ছেলে বাবু ও দক্ষিণ বারোপোতা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে জাহিদ হাসান পলাশ।

সোমবার অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে ডিবির এসআই আবুল খায়ের মোল্যার নেতৃত্বে পুলিশ যশোর-বেনাপোল সড়কের মালঞ্চী সেনা কল্যাণ হিমাগারের সামনের রাস্তায় সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে থামায়। এ সময় আটক বাবু ও জাহিদের স্বীকারোক্তিতে মোজার ভিতরে রাখা এক পোটলা হেরোইন বের করে দেয়। যার ওজন ৩শ’গ্রাম। এ ঘটনায় আটক দুইজনসহ হেরোইনের মালিক রানা ও সবুজকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন ডিবির এসআই আবুল খায়ের মোল্যা। তদন্ত শেষে আটক বাবু ও জাহিদকে অভিযুক্ত এবং রানা ও সবুজের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোরদুল ইসলাম।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি বাবু ও জাহিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাহিদ পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)