Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে অজ্ঞাত কঙ্কাল, মাথার খুলি ও নারীর পোশাক উদ্ধার

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১১:০৭:৫২ এম

 

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিলক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ। তবে কতদিন আগে তিলক্ষেতে কে বা কারা এই মরদেহ (সালোয়ার ও কামিজ) বা কঙ্কাল ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)