ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা জেলা ওলামা দলের এক প্রস্তুতি সভা মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ খলিলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওঃ ফারুক হুসাইন। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ওলামা দলের সহসভাপতি মাও. গোলাম মোস্তফা, মাও. মতিয়ার রহমান, মাও. বিলায়েত হোসেন, পাইকগাছা ওলামা দলের সভাপতি মাও. আবু মুষা, তেরখাদা ওলামা দলের সভাপতি মাও. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মাও. তাওহিদুল ইসলাম, ফুলতলা সভাপতি শামীম হোসেন, মাও. জাকির হোসেন, শেখ আব্দুল গফ্ফার, সিরাজুল ইসলাম, মাও. আব্দুস সালাম, মোঃ মহাসিন হোসেন, জিয়াউর রহমান, খবির শেখ, আবুল কালাম, আঃ রশিদ প্রমুখ। আগামী ৫ জুলাই খুলনা জেলা ওলামা দলের সম্মেলন সফল করার লক্ষে একাধিক কর্মসূচী গ্রহন করা হয়েছে।