Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে গ্রাম আদালতে সমন্বিত  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১২:৪৪:২১ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহিদুল ইসলামসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের সদর উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ পেশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)