Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৬:১৭:৩৯ পিএম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ৬ দফা দাবি আদায়ে পাইকগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক-সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে অ্যাসোসিয়েশন এর পাইকগাছা উপজেলা শাখা এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।

পাইকগাছা উপজেলা শাখার অ্যাসোসিয়েশন সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তুষার সরকার, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাজুসহ সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)